শেষ সময়ে প্রস্তুতি আরো ভালো করুন মডেল টেস্ট দিয়ে। বেশি বেশি চর্চা করার কোন বিকল্প নেই। কোন প্রশ্নকেই অবহেলা করা বুদ্ধিমানের কাজ হবেনা। সম্প্রতিক সময়ের ঘটনাবলি নিয়ে তৈরি করা হয়েছে ৪১ থেকে সবগুলো মডেলটেস্ট। আপনি অবশ্যই উপকৃত হবেন।
৩৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ২০০ নম্বরের স্পেশাল মডেল টেস্ট একদম ফ্রী। ৩৬তম বিসিএসের পরীক্ষার্থীরা যেন প্রিলিতে ভালো করেন সেই জন্য www.educarnival.com নতুন আরও ৬০টিরও বেশি মডেলটেস্ট সংযুক্ত করতে যাচ্ছে। যা পর্যায়ক্রমে ৩৬তম বিসিএসের পূর্বেই সংযুক্ত করা হবে যা ১০০টিরও বেশি হয়ে যাবে।
উল্লেখ্য এই যে, প্রত্যেকটি পরীক্ষা ২ ঘণ্টা সময়ের। আপনি পরীক্ষার কেন্দ্র মনে করে প্রত্যেকটি পরীক্ষা দিন। একটি মডেলটেস্ট কয়েকবার দিলেই প্রত্যেকটি প্রশ্ন আপনার খুব সহজেই মনে থাকবে। বেশি বেশি মডেলটেস্ট দিয়ে নিশ্চিত ভাবে এগিয়ে যান।
তাছাড়াও বিগত সালের প্রত্যেকটি প্রশ্ন আপনি চর্চা করতে পারবেন বিসিএস পূর্ববর্তী পরীক্ষা থেকে। পূর্ববর্তী প্রশ্নগুলো প্রত্যেকটি ১ ঘণ্টা সময়। তবে ৩৫তম বিসিএসের পরীক্ষাটি কেবল ২ ঘণ্টা।
যে কোন পরীক্ষা দেয়ার জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করতে সাইন আপ করুন এখনই।