যে সব কোম্পানিতে কাজ করে আরাম

অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷

apple

অ্যাপল

স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷

google-office-design-700x466

গুগল

দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷

AOL-Office-California-01

এওএল

এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷

0,,18090520_303,00

ম্যাকেঞ্জি

ম্যাকেঞ্জি যে শুধু নিজের কর্মচারীদের যোগব্যায়াম করাচ্ছে, এমন নয়৷ সেই সঙ্গে অন্যান্য কোম্পানিদের জন্য যোগব্যায়াম শেখার কোর্স ডিজাইন করছে৷ ম্যাকেঞ্জির বক্তব্য হলো, কর্মচারীদের মানসিক সুখ ও শারীরিক স্বাস্থ্য কোম্পানির মুনাফা বাড়াতে সাহায্য করে থাকে৷

yahoo-office

ইয়াহু

যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷

4e79a05931bf3d785a622561501dc2ed

ডয়চে ব্যাংক

জার্মানি তথা বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে গণ্য ডয়চে ব্যাংকের এখন সময় ভালো যাচ্ছে না: এদিকে মন্দা তো ওদিকে নানা কেলেঙ্কারি, সেই সঙ্গে ২০১৫ সালে লাভের পরিবর্তে বিপুল লোকসানের অঙ্ক৷ এমন একটি প্রতিষ্ঠানে কাজ করার ঝক্কি আছে বৈকি৷ কাজেই ডয়চে ব্যাংকও বেশ কয়েক বছর আগেই তাদের কর্মচারীদের জন্য নানা সুযোগসুবিধার ব্যবস্থা করেছে৷

17_17_001office

এইচবিও

মার্কিন মুলুকের প্রিমিয়াম কেবল ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কের কল্যাণে বহু মানুষ টেলিভিশনের সামনে থেকে নড়েন না৷ কোম্পানির অফিসে কিন্তু কর্মচারীদের জন্য যোগব্যায়ামের কক্ষ থেকে শুরু করে জিম পর্যন্ত, অনেক কিছুই আছে৷

52dffb4e449daনাইকি

ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷