যুক্তরাষ্ট্রে নারীদের শিক্ষার জন্য বিশেষ সুযোগ!

1401133026100566600

নারীর শিক্ষার্থীদের জন্য এক বিশেষ সুযোগ এনে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইন্সটিটিউট। তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী নারী শিক্ষার্থীদের দেবে বিশেষ স্কলারশিপ। এর আওতায় বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষায় ডিগ্রি আনা যাবে। আবেদনের জন্যেও দেয়া হয়েছে প্রায় দুই বছর সময়।ইন্সটিটিউটের নাম: অ্যামেরিকান এ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি উইমেন (American Association of University Women)স্কলারশিপ সংখ্যা: বিশ্বের ১৩৫ টি দেশের প্রায় ৩ হাজার নারী শিক্ষার্থীকে দেয়া হবে এ স্কলারশিপ।

স্টাডির বিষয় : ব্যবাসায় শিক্ষা, সরকার ও রাজনীতি, একাডেমিয়া, কমিউনিটিটি এক্টিভিসম, আর্টস এবং বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে অধ্যয়ন করা যাবে।

ডিগ্রী: মাস্টার্স, পিএইচডি এবং প্রি ডক্টোরাল

সুবিধাসমূহ:
মাস্টার্সের শিক্ষার্থীদের দেয়া হবে ১৮ হাজার মার্কিন ডলার
ডক্টরেটে ফেলোশিপদের দেয়া হবে ২০ হাজার মার্কিন ডলার
প্রি-ডক্টরাল ফেলোশিপদের দেয়া হবে ৩০ হাজার মার্কিন ডলার
চাইল্ড কেয়ার সুবিধা
ভিসা প্রোসেসিং খরচ
এছাড়াও শিক্ষামুলক অন্যান্য ব্যয় বহন করবে কর্তৃপক্ষ

যোগ্যতা:
অবশ্যই নারী শিক্ষার্থী হতে হবে
মার্কিন নাগরিক বা সেখান থেকে অন্য কোন ডিগ্রী থাকা যাবেনা
শিক্ষাকাল সে দেশে ফিরে আসার কমিটম্যান্ট লেটার
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

মাস্টার্সের জন্য:
আবেদনকারীকে অবশ্যই ২৯ সেপ্টেম্বর ২০১৪ এর মধ্যে অনার্স কমপ্লিট করতে হবে
ফার্স্ট ক্লাস হতে হবে

ডক্টরেট ডিগ্রীর জন্য:
১লা ডিসেম্বর ২০১৪ এর মধ্যে মাস্টার্স কমপ্লিট করতে হবে
ফার্স্ট ক্লাস থাকেত হবে

প্রি ডক্টরাল ডিগ্রীর জন্যও একই যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:http://aauw-international.scholarsapply.org/Eligibility

ডেডলাইন:২০১৫ এবং ২০১৬ সালের মধ্যে আবেদন করা যাবে।

অফিসিয়াল লিঙ্ক : http://www.aauw.org/