ভৌগলিক উপনাম : দেশ/স্থান

ভৌগলিক উপনাম

দেশ/ স্থান

অন্ধকারাচ্ছন্ন মহাদেশআফ্রিকা।
আগুনের দ্বীপআইসল্যান্ড।
ইউরোপের রুগ্ন মানুষতুরস্ক।
ইউরোপের ক্রীড়াঙ্গনসুইজারল্যান্ড।
ইউরোপের রণক্ষেত্রবেলজিয়াম।
ইউরোপের ককপিটবেলজিয়াম।
ইংল্যান্ডের বাগানকেন্ট।
উত্তরের ভেনিসস্টকহোম।
উদ্যানের শহরশিকাগো।
ক্যাঙ্গারুর দেশঅস্ট্রেলিয়া।
গগণচুম্বী অট্টালিকার দেশনিউইয়র্ক।
গোলাপী শহরজয়পুর, রাজস্থান।
গ্রানাইটের শহরএবার ডন।
চির বসন্তের নগরীকিটো, ইকুয়েডর।
চির শান্তির শহররোম, ইতালি।
চির সবুজের দেশনাটাল।
চীনের দুঃখহোয়াংহো।
জাঁকজমকের নগরীনিউইয়র্ক।