বিভিন্ন ওয়েব সাইট ও ফেইসবুক পেইজে “প্রাথমিক শিক্ষক নিয়োগ” শিরোনামে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেটি একটি ভূয়া বিজ্ঞাপন।
কেউ আবেদন করে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করছি।
ফেক হিসেবে চিহ্নিত হওয়ার কিছু কারণ:
* কোন দাতা সংস্থা/এনজিও চাকরির আবেদনের জন্য ফি দাবি করে না।
* কোন চাকরি দাতা প্রতিষ্ঠান বিকাশ পেমেন্ট নেয় না্
* কেউ বিকাশে পেমেন্ট নিলেও তা “সেন্ট মানি” হিসেবে নেয় না।
* উক্ত প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি একটি ভূয়া সাইট।
* প্রতিষ্ঠানের নাম ও কার্যাবলীর মধ্যে কোন মিল নাই।
* প্রতিষ্ঠানের ওয়েব সাইটে পর্যাপ্ত তথ্য নেই প্রতিষ্ঠান সম্পকর্ে।
* এটি একটি অপেশাদারি ওয়েব সাইট যা শুধুমাত্র প্রতারণার জন্য তৈরি করা।
* ওয়েব সাইটটি মাত্র কয়েকদিন আগে কেনা এবং তৈরি করা।
নিজে সচেতন হোন, শেয়ার করে অন্যকে সচেতন করুন।