ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক ও প্রভাষক পদে জনবল নিয়োগ দেবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

সহকারী অধ্যাপক
পিএইচডি অথবা আইনে স্নাতকসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের ন্যূনতম তিনটি প্রকাশনা ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র প্রভাষক
আইনে স্নাতকসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের ন্যূনতম দুটি প্রকাশনা ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রভাষক
আইনে স্নাতকসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://www.bracu.ac.bd/about/get-involved ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিতে পারবেন ‘রেজিস্ট্রার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৪৯ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে [email protected] ইমেইল ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি-২০১৫ তারিখ পর্যন্ত।