বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ব্র্যাক দ্বারা পরিচালিত ‘ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম’-এ ইয়ং প্রফেশনাল ট্রেইনি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম : ইয়ং প্রফেশনাল ট্রেইনি
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। স্নাতকোত্তর পাস প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এইচএসসি ও এসএসসিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ অথবা জিপিএ ৩.৫০ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বয়স : আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন : পদটিতে বেতন দেওয়া হবে মাসিক ৩৭ হাজার টাকা।
আবেদনের সময়সীমা : আগামী ২ জানুয়ারি ২০১৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট http://careers.brac.net/Presentation/Landing.aspxএই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।
বিস্তারিত : http://careers.brac.net/Presentation/ViewJobDetailsPdf.aspx?type=2015121702এই ঠিকানায়।