ব্যাংক এশিয়ায় বিভিন্ন পদে নিয়োগ!

বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেড বিভিন্ন পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম : এভিপি বা এফএভিপি (হেড অব ইসলামিক উইন্ডো), এভিপি বা এফএভিপি (ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড), অফিসার বা সিনিয়র অফিসার (ইসলামিক উইন্ডো), অফিসার বা সিনিয়র অফিসার (ইনভেস্টমেন্ট ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন), জুনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার (জিবি ইনচার্জ), অফিসার বা জুনিয়র অফিসার (আইটি সাপোর্ট) এবং অফিসার বা জুনিয়র অফিসার (কাস্টমার সার্ভিস) পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : নিচে বিজ্ঞপ্তিতে

আবেদন পাঠানোর ঠিকানা : ‘হেড অব হিউম্যান রিসোর্স, ব্যাংক এশিয়া লিমিটেড, করপোরেট অফিস, র্যাং গস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, মতিঝিল, ঢাকা-১০০০’ ঠিকানায়।

আবেদনের সময়সীমা : ১৫ ডিসেম্বর-২০১৫ ইং  তারিখ পর্যন্ত।

বিস্তারিত : নিচের বিজ্ঞপ্তিতে

অনলাইনে পূর্ববর্তী পরীক্ষা এবং মডেল টেস্ট চর্চা করে এগিয়ে নিন নিজেকে। বার বার পরীক্ষা দিন পরীক্ষার কেন্দ্র মনে করে।

download