ব্যাংক গুলুতে নিয়োগ পরীক্ষায় সাধারণত প্রার্থীদের বিশ্লেষণী ক্ষমতা (Analytical ability), মনস্তাত্ত্বিক ক্ষমতা (Mental ability), Critical Reasoning capability, ইংরেজি ভাষা এবং গণিতের উপর দক্ষতা, ইত্যাদি যাচাই এর উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়ে থাকে | এগুলো MBA Admission টেস্ট এ করা প্রশ্ন সমূহের মতই প্রায় |
বিভিন্ন প্রাইভেট ব্যাংক এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাধারণত IBA অথবা BIBM তৈরী করে থাকে | আপনি Barron’s GRE , GMAT এই বই গুলো practice করতে পারেন | নীলক্ষেত থেকে কিনা যাবে বই গুলো | অত সময় না থাকলে shortcut হিসেবে IBA (Institute of Business Administration) এর MBA admission গাইড ফলো করতে পারেন | www.educarnival.com এর পূর্ববর্তী ব্যাংক পরীক্ষাগুলো এবং ব্যাংক নিয়োগ মডেলটেস্ট বার বার পরীক্ষা দিলে মনে থাকবে খুব সহজেই। পরীক্ষা কেন্দ্র মনে করে পরীক্ষা দিন আর নিজেকে এগিয়ে নিন প্রতিযোগিতার দৌঁড়ে।
বাজারে অনেক প্রকাশনীর বই আছে | Saifur’s MBA Admission Guide বইটা পড়তে পারেন | Saifur’স এর Bank Interview Guide ও পড়তে পারেন | English Vocabulary এর উপর জোর দিতে হবে |
এক্ষেত্রে Graduate Record Examinations (GRE) এর admission বই (Barron’s) প্রাকটিস করতে পারলে সবচেয়ে ভালো | আর শর্টকাট এ যেতে চাইলে তো যা বললাম Saifur’s এর বই গুলু | ৮ম শ্রেণী হতে ১০ শ্রেণী পর্যন্ত গণিতের বই গুলু ভালো ভাবে অনুশীলন করুন |
নিয়মিত খবরের কাগজ পড়ুন সাম্প্রতিক খবর গুলু সম্পর্কে নিজেকে আপডেটেড রাখুন |