বিশ্ববিদ্যালয় গুলোতে এসএসসি-এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তির নির্দেশ
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিদের্শনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয় মনে করে, বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের যেমন অর্থের খরচ হয়, তেমনি নানা ধরনের হয়রানিও হয়। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে এটি করা গেলে শিক্ষাবর্ষ (সেশন) দ্রুত শুরু করা সম্ভব হবে।
ওই কর্মকর্তা আরও জানান,যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইনে চলে,তাই তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। এজন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্রঃ ইন্টারনেট