০১. পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
উঃ ভিজা ও নরম
০২. ডায়োডকে ফরোয়ার্ড বায়াস করলে রোধ-
উঃ কমে
০৩. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
উঃ জন ডাল্টন
০৪. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
উঃ উর্ধ্বপাতন
০৫. জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
উঃ অমাবস্যায়
০৬. অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে?
উঃ গ্লাইকোজেনরূপে
০৭. দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়-
উঃ ল্যাকটোজ
০৮. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
উঃ পাথরকুচি
০৯. জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
উঃ DNA
১০. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল-
উঃ ১০৫ ডেসিবল