০১. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয়-
উঃ কুমেরু
০২. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
উঃ বিটুমিনাস
০৩. দক্ষিণ গোলার্ধে উত্তর আয়নান্ত ঘটে কখন?
উঃ ২২ ডিসেম্বর
০৪. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-
উঃ সালোকসংশ্লেষণ
০৫. কম্পিউটারের ভাইরাস কি?
উঃ একিট ক্ষতিকর প্রোগ্রাম
০৬. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উঃ তুলা গাছ
০৭. বায়ুম-লে কোন গ্যাস পরিমাণে বেশি?
উঃ নাইট্রোজেন
০৮. মানব দেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
উঃ ১২০ দিন
০৯. রূপান্তরিত কাণ্ড কোনটি?
উঃ আলু
১০. পটাসিয়াম বেশি পাওয়া যায়?
উঃ ডাব