*** নগ্নবীজি উদ্ভিদে ফুল হয়, ফল হয় না, কারণ কি?
উত্তরঃ ফুলে গর্ভাশয় থাকে না
*** পাথুরে জায়গায় প্রথম মাটি সৃষ্টি করে ——।
উত্তরঃ মস
*** উদারাময় ও আমাশয় রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয় ———।
উত্তরঃ পেয়ারার পাতা
*** কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
উত্তরঃ রোমার
*** মেঘনাদ সাহা কোন দেশের বিজ্ঞানী?
উত্তরঃ বাংলাদেশ
*** কত সালে রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৬০ সালে
*** ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ গ্রিক
*** কোন বিজ্ঞানী গোলীয় দর্পণের সাহায্য সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন?
উত্তরঃ আর্কিমিডিস
*** মটরোলা কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা
*** জেনেভার Urn এ কাজ করার সময় টিম বার্নাল লি সর্বপ্রথম Hyper Text Markup Language বা HTML তৈরি করেন এটি কত সালে?
উত্তরঃ ১৯৯০
*** EDGE এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ Enhanced Data Rate for GSM Evaluation
*** MODEM কী?
উত্তরঃ একটি যন্ত্র