আড়ি পাতা ( গোপনে শোনা )- আড়িপাতা স্বভাব ভালো নয়।
আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ )- তার মতো আমড়া কাঠের ঢেঁকি আর একজনও নেই।
জিলাপির প্যাঁচ ( কূট বুদ্ধি )- তার মাথা জিলাপির প্যাঁচে ভরা ।
উড়নচণ্ডী ( অমিতব্যয়ী) – এতো উড়নচণ্ডী স্বভাব ভালো নয়।
কাঠের পুতুল ( নির্বাক ) – কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থেকো না।