০১. দূর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য।
শুদ্ধঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
০২. সশঙ্কিত চিত্তে সে বলল।
শুদ্ধঃ শঙ্কিত চিত্তে সে বলল।
০৩. বাংলা দেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধঃ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
০৪. উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
শুদ্ধঃ উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
০৫. এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধঃ এটা কাঁচা হাতের লেখা।