বাক্য শুদ্ধিকরণ (২০১৪-১০-১৩)

০১. অক্ষির জলে বুকে ভেসে গেল।
শুদ্ধঃ চেখের জলে বুক ভেসে গেল।
০২. সে শৈশবেই মাতা বাপ হারিয়েছে।
শুদ্ধঃ সে শৈশবেই মা-বাপ হারিয়েছে।
০৩. তার দুরাবস্থা দেখিলে দুঃখী হয়।
শুদ্ধঃ তার দুরবস্থা দেখলে দুঃখ হয়।
০৪. তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
শুদ্ধঃ তিনি শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
০৫.  আমি এখন ভীষণ ব্যাস্ত।
শুদ্ধঃ আমি এখন ভীষণ ব্যস্ত।
০৬. হাতে ব্যাথা পেয়েছি।
শুদ্ধঃ হাতে ব্যথা পেয়েছি।
০৭. শশান ঘাট কোথায়
শুদ্ধঃ শ্মাশান ঘাট কোথায়?
০৮.  সে কৌতূক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না।
শুদ্ধঃ সে কৌতুক করার কৌতূহল সংবরন করতে পারল না।
০৯. তার সব ছেলেরাই কৃতি।
শুদ্ধঃ তার সব ছেলেরাই কৃতী।
১০. ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধঃ ক্ষমা একটি মহৎ গুণ।