০১. হাপিত্যেশ শব্দের ‘হা’ কোন ধরনের উপসর্গ ?
(ক) বাংলা
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) হিন্দি
সঠিক উত্তরঃ ফারসি
০২. কোনটি শুদ্ধ ?
(ক) পিপীলিকা
(খ) পিপীলিকা
(গ) পিপিলীকা
(ঘ) পীপীলিকা
সঠিক উত্তরঃ পিপীলিকা
০৩. ‘উগ্র’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
(ক) অনুগ্র
(খ) সৌম্য
(গ) ভদ্র
(ঘ) সুশীল
সঠিক উত্তরঃ সৌম্য
০৪. জলৌকা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
(ক) জল + ওকা
(খ) জল + আঁকা
(গ) জলো + একা
(ঘ) জল + আঁকা
সঠিক উত্তরঃ জল + ওকা
০৫. কোনটি বিশেষ্য ?
(ক) আশ্বস্ত
(খ) আধুনিক
(গ) আরণ্য
(ঘ) অনুধা
সঠিক উত্তরঃ আশ্বস্ত
০৬. ‘পদ্ম নাভ’ কোন সমাসের উদাহরণ ?
(ক) বহুব্রীহি
(খ) কর্মধারায়
(গ) দিগু
(ঘ) তৎপুরুষ
সঠিক উত্তরঃ বহুব্রীহি
০৭. ‘পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
(ক) হিন্দি
(খ) ফারসি
(গ) আরবি
(ঘ) সংস্কৃত
সঠিক উত্তরঃ হিন্দি
০৮. “রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ কি ?
(ক) কাল্পনিক বস্তু
(খ) গোমড়া মুখো লোক
(গ) বড় গাধা
(ঘ) পুরানোক্ত পাখি
সঠিক উত্তরঃ গোমড়া মুখো লোক
০৯. যা নিবারণ করা কঠিন এক কথায় হবে –
(ক) অনির্বাব
(খ) অর্নিবাণ
(গ) দুর্নিবার
(ঘ) দুর্দম্য
সঠিক উত্তরঃ দুর্নিবার
১০. “বিপরীতার্থক শব্দ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
(ক) বাক্যতত্ত্বে
(খ) ধ্বনিতত্ত্বে
(গ) অর্থতত্ত্বে
(ঘ) রূপতত্ত্বে
সঠিক উত্তরঃ রূপতত্ত্বে