০১. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন-
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) বৈষ্ণব পদাবলী
(ঘ) পদ্মাবতী
সঠিক উত্তরঃ চর্যাপদ
০২. শেষের কবিতা কোন ধরণের রচনা ?
(ক) কবিতা
(খ) ছোটগল্প
(গ) উপন্যাস
(ঘ) নাটক
সঠিক উত্তরঃ উপন্যাস
০৩. প্রথম বাঙালি সনেট কার ?
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) প্রমথ চেšধুরী
সঠিক উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
০৪. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা-
(ক) সমতট
(খ) সমকাল
(গ) লোকায়াত
(ঘ) সমান্তরাল
সঠিক উত্তরঃ সমকাল
০৫. দুধের মাছি বাগধারাটির অর্থ-
(ক) সুসময়ের বন্ধু
(খ) কপট ব্যক্তিত্ব
(গ) শত্রু
(ঘ) শ্রমবিমুখ
সঠিক উত্তরঃ সুসময়ের বন্ধু
০৬. ব্যাত্য শব্দের সমার্থক-
(ক) পতিত
(খ) ব্যতায়
(গ) ব্যুহ
(ঘ) ব্রত
সঠিক উত্তরঃ পতিত
০৭. সাধু ও চলিত ভাষার পার্থক্য-
(ক) বাক্যের সরল ও জটিল রূপে
(খ) তৎসম ও অতৎসম শব্দ ব্যবহারে
(গ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
(ঘ) শব্দের কথা ও লেখ্য রূপে
সঠিক উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
০৮. ড় এবং র ধ্বনি দুটি কী ধ্বনি ?
(ক) ঘোষ
(খ) আড়নজাত
(গ) অল্পপ্রাণ
(ঘ) শিস
সঠিক উত্তরঃ আড়নজাত
0৯. ত্রিভুজ কোন সমাস ?
(ক) দ্বন্দ্ব
(খ) বহুব্রীহি
(গ) কর্মধারায়
(ঘ) দ্বিগু
সঠিক উত্তরঃ দ্বিগু
১০. বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে ?
(ক) সংস্কৃত
(খ) ফারসি
(গ) পর্তুগিজ
(ঘ) ল্যাটিন
সঠিক উত্তরঃ সংস্কৃত