০১. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তরঃ ৭টি
০২. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
০৩. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে ?
উত্তরঃ ১৮০০
০৪. পুথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
উত্তরঃ ফকির গরীব উল্লাহ
০৫. ‘কালবালা’ নাটকটির লেখক কে?
উত্তরঃ সাঈদ আহমেদ
০৬. ‘অচলা’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ গৃহদান
০৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-
উত্তরঃ আঙুর
০৮. ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা?
উত্তরঃ জ্ঞানদাস
০৯. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
উত্তরঃ কালিপ্রসন্ন সিংহ
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
উত্তরঃ বনফুল
১১. ‘অনল প্রবাহ’ রচনা করেন-
উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
১২. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
উত্তরঃ দরিরামপুর