বাংলা (২০১৪-১০-০২)

০১. মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা ভাষার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকব্য ‘মেঘনাদবধ’ কত সালে প্রকাশিত হয় ?
A. ১৮৫৮ সালে     B. ১৯৬১ সালে   C. ১৮৬৬ সালে     D. ১৮৬০ সালে
০২. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন ?
A. ১৮২৮ সালে     B. ১৮৯৭ সালে    C. ১৯০১ সালে   D. ১৯১১ সালে
০৩. কাজী নজরুল ইসলামের সম্পদনায় ‘ধূমকেতু’ পত্রিকাটি কবে প্রকাশিত হয় ?
A. ১৯২২ সালে   B. ১৯২০ সালে    C. ১৯২৫ সালে D. ১৯২৭ সালে
০৪. আহসান হাবীবের প্রথম কাব্য গ্রন্থ ‘রাত্রি শেষ’ কবে প্রকাশিত হয় ?
A. ১৯৪৫ সালে   B. ১৯৪৭ সালে C. ১৯৪৪৯ সালে     D. ১৯৬৪ সালে
০৫. ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে ?
A. আবুর ফজল     B. আবুল কালাম শামসুদ্দীন   C. শাসুদ্দীন আবুল কালাম    D. শহীদুল্লাহ কায়সার
০৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ কবে প্রকাশিত হয় ?
A. ১৯৩৫ সালে     B. ১৯৪৬ সালে C. ১৯৩৬ সালে     D. ১৯৪৭ সালে
০৭. ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ?
A.আখতারুজ্জামান ইলিয়াস    B. আবু ইহসাক C. শওকত উসমান   D. হুমায়ূন আহমেদ
০৮. রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ ‘গৌড়ীয় ভাষার ব্যাকরণ’ কত সালে প্রকাশিত হয় ?
A. ১৭৭৮ সালে B. ১৭৩৪ সালে C. ১৭৪৩ সালে D. ১৮২৬ সালে
০৯. কারক, সমাস,প্রত্যয়, অব্যয়, পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
A. ধ্বনিতত্ত্ব   B. রূপতত্ত্ব         C. বাক্যতত্ত্ব   D. শব্দতত্ত্ব
১০. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাদের বলে-
A. তৎসম শব্দ B. অর্ধ-তৎসম শব্দ   C. তদ্ভব শব্দ  D. দেশী শব্দ
 
 
উত্তর: ০১. (B) ০২. (C) ০৩. (A) ০৪. (B) ০৫. (C) ০৬. (C) ০৭. (D)  ০৮. (D) ০৯. (B) ১০. (C)