বাংলা সাহিত্য

০১. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কি?
উঃ কাজী ফকির আহমদ।
০২. রণসঙ্গীত হিসাবে মূল কবিতাটির কত চরণ গৃহীত?
উঃ ২১ চরণ।
০৩. নজরুলের কোন কাব্য গ্রন্থে রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে?
উঃ সন্ধ্যা কাব্যগ্রন্থে।
০৪. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উঃ বসন্ত।
০৫. নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কী?
উঃ বাউণ্ডেলের আত্মকাহিনী ( প্রকাশ: জ্যৈষ্ঠ ১৩২৬)।