০১.  রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারটি কোন বংশের ছিল?
 উ: পিরালি ব্রাহ্মণ বংশের।
০২. তিনি কত বছর বয়সে কবিতা রচনা আরম্ভ করেন?
 উ: আট বছর।
০৩.রবীন্দ্রনাথ কত সালে ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ড যান?
 উ: ১৮৭৮ সালে।
০৪. রবীন্দ্রনাথ তাঁর নিচের লেখা কয়টি নাটকে অভিনয় করেন?
 উ: ১৩টি।
০৫. আর্জেন্টিার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন?
 উ: ভিক্টোরিয়া ওকাম্পো।
০৬. তাঁকে রবীন্দ্রনাথ কী উৎসর্গ করেন?
 উঃ পূরবী কাব্য (১৯২৫)।
০৭. রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশযাত্রা কোন দেশে, কবে?
 উঃ সিংহল, ১৯৩৪ সালে।
০৮. রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
 উঃ বাংলাদেশের খুলনায়।
০৯. রবীন্দ্রনাথ কত সালে ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন?
 উঃ ১৮৮৪ সালে
১০. তাঁর ‘রাজর্ষি’ উপন্যাস কোন পত্রিকায় বের হয়?
 উঃ ‘বালক’ পত্রিকায়।
