১. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? উঃ নভেম্বর,১৯১৩
৩. ‘শিখা’ পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? উঃ মুসলিম সাহিত্য সমাজ
৪. ‘নেমেসিস’ কোন ধরনের রচনা? উঃ নাটক
৫. বাংলা সাহিত্যে ‘গাজী মিয়া’ হিসেবে পরিচিত কে? উঃ মীর মশাররফ হোসেন
৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উঃ চন্দ্রবতী
৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উঃ বাউণ্ডেলের আত্মকাহিনী
৯. বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন কে? উঃ মোহিত লাল মজুমদার
১০.বাংলা সাহিত্যে ‘নীহারিকা দেবী’ ছদ্মনাম কার? উঃ অচিন্ত্য কুমার সেনগুপ্ত
১১. মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম কি? উঃ সমাচার সভারাজেন্দ্র
১২. শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা? উঃ দুই বোন
১৫. ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উঃ গোলাম মোস্তফা
১৬. ‘আজ রবিবার’ নাটকটির রচয়িতা কে? উঃ হুমায়ূন আহমেদ
১৭. লালসালু উপন্যাসটির লেখক কে? উঃ সৈয়দ ওয়ালী উল্লাহ
১৮. লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? উঃ Tree without roots
১৯. জসিম উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের লেকচারার ছিলেন? উঃ বাংলা বিভাগের
২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উঃ মুক্তি
২১. কাজী নজরুল ইসলাম ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পদক লাভ করেন কত সালে? উঃ ১৯৬০ সালে
২২. রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? উঃ ৯ ডিসেম্বর
২৪. বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? উঃ ইন্ডিগো প্লানটিং মিরর
২৫. ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে? উঃ রাজা রামমোহন রায়।