হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

বাংলা ও সাহিত্য (২০১৫-১০-১৩)

০১. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মুন্সী মেহেরুল্লা
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. কমিনী রায়
ঘ. মোজাম্মেল হক
০২. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
ক. বীরবল
খ. ভিমরুল
গ. অনিলাদেভী
ঘ. যাযাবর
০৩. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭
খ. ১৯০৭
গ. ১৯০৯
ঘ. ১৯১৬
০৪. ‘আফতাব’ শব্দের অর্থ সমার্থ কোনটি?
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
০৫. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১৩টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১১টি
০৬. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. মুহাম্মদ খান
ঘ. শাহ মুহম্মদ সগীর।
০৭. মুসলমান নারী জাগরণের কবি-
ক. ফজিলাতুন্নেছা
খ. ফয়জুন্নেছা
গ. বেগম রোকেয়া
ঘ. সামসুন্নাহার
০৮. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
ক. প্রভু যিশুর বাণী
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. ফুলমনি ও করুণার বিবরণ
খ. মিশনারি জীবন
০৯. ‘আনল প্রবাহ’ রচনা করেন-
ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ. মোজাম্মেল হক
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি
১০. বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. ঢেণ্ডনপা
গ. লুইপা
ঘ. ভুসুকুপা

উত্তর : ০১. খ ০২. গ ০৩. খ ০৪. গ ০৫. ঘ ০৬. ঘ ০৭. গ ০৮. খ ০৯. ক ১০. গ