বরিশাল বিভাগের প্রয়োজনীয় তথ্য

barisal_map
০১. বরিশাল বিভাগ ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৩।
০২. বরিশাল বাংলাদেশের কততম বিভাগ?
উত্তরঃ ৫ম।
০৩. বরিশাল বিভাগের আয়তন কত?
উত্তরঃ ১৩,২৯৭ বর্গ কিলোমিটার।
০৪. বরিশাল বিভাগের লোকসংখ্যা কত?
উত্তরঃ ৮৬,৫২,৩২৪ জন। পুরুষঃ ৪২,৫০,১১৩ জন। মহিলাঃ ৪৪,০২,২১১ জন।
০৫. বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ৬৩০ জন।
০৬. বরিশাল বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উত্তরঃ ০.১৮%
০৭. বরিশাল বিভাগের স্বাক্ষরতার হার কত ?
উত্তরঃ ৫৬.৮%।
০৮. বরিশাল বিভাগের জনসংখ্যার দারিদ্রের হার কত?
উত্তরঃ ৪৫-৫২%।
০৯. বরিশাল বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ২১টি।
১০. বরিশাল বিভাগের ক্ষুদ্রতম জেলার নাম কী?
উত্তরঃ ঝালকাঠি।
১১. বরিশাল বিভাগের বৃহত্তম জেলার নাম কী?
উত্তরঃ ভোলা।
DSC02116