প্রাথমিক নিয়োগে ব্যাপক পরিবর্তন আসছে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে। পিটিআ্ই ট্রেনিং ঢেলে সাজানো হবে। পিটিআইগুলোকে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের সঙ্গে সমন্বয় করে বিএড প্রশিক্ষণ দেয়ায় চিন্তাও হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ূন খালিদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলতে হবে। এ বিষয়ে খুব শিগগিরই আন্ত:মন্ত্রণালয় বৈঠক হবে।

আগামী বছর থেকেই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত এবং ৮ম শ্রেণিতেই প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষকরা প্রাক-প্রাথমিক থেকে ৫ শ্রেণি পর্যন পাঠদান করানোর জন্য নিয়োগ দেয়া হয়। কিন্তু আগামী বছর থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই পড়াতে হবে। কারিকুলামের পরিবর্তন আসছে। তাই এসব পরিবর্তন জরুরি।

 

সূত্র: দৈনিক শিক্ষা