প্রাণে ট্রেইনি আউটলেট ম্যানেজার পদে ৩০ চাকরি

ট্রেইনি আউটলেট ম্যানেজার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ। মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে পদটিতে।

PRAN_logo
যোগ্যতা:
 যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা জিপিএ ২-এর কম থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন না হলেও প্রার্থীদের মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। ২৩ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটির জন্য।

বেতন ও কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের কোম্পানির নিয়মানুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম