দেশের ৩৯টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষার তারিখ নিজ নিজ জেলার প্রার্থীদের নামে কার্ড ইস্যু করা হবে। সূত্রমতে, এর মধ্যে ৫ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আর ৫ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ওপর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে। (ফল দেখতে এখানে ক্লিক করুন)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব জেলায় ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে ২৮ হাজার ৯৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।