হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

পোস্টগ্রাজুয়েশনের জন্য জার্মান সরকারের বৃত্তি

জার্মানি সরকারের এডুকেশন এক্সচেঞ্জ সার্ভিস ডাড এর অধীনে প্রতিবছর বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। দেশের বাইরে পোস্টগ্রাজুয়েশন ডিগ্রি নিতে চান এমন বাংলাদেশী শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন । ১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ।

Dr. Birgit Däwes

মেয়াদ:

কোর্সের সময়সীমা অনুযায়ী ১২ থেকে ২৪মাস পর্যন্ত জার্মান সরকার এ বৃত্তি প্রদান করবে।

বৃত্তির পরিমাণ:

এ বৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৭৫০ ইউরো দেওয়া হবে । এছাড়া স্বাস্থ্য বীমা, যাতায়াত ভাতা, ভ্রমণ ও গবেষণা ভাতা প্রদান করা হবে ।

যোগ্যতা:

  • আবেদন কারীকে যে কোন ডিসিপ্লিন থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে ।
  • ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে ।
  • তবে ডিগ্রির সময়সীমা ছয় বছরের বেশি হওয়া যাবে না ।
  • ব্যাচেলর ডিগ্রি শেষ করে এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানে দুই বছর চাকরি করেছেন এমন ব্যক্তি অগ্রাধিকার পাবে।
  • আবেদনকারীকে জার্মান ভাষা জানা থাকতে হবে ।
  • যারা জার্মান ভাষা জানেন না তাদের জন্য জার্মান সরকার একটি ফ্রি অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্সের ব্যাবস্থা করবে ।

আবেদন:

www.daad.de/en/form এ ঠিকানায় আবেদনপত্র পাওয়া যাবে ।এ লিঙ্কে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ।কোর্সের বিস্তারিত তথ্য ও অন্যান্য সহায়তার জন্য ঢাকাস্থ জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে ।