২০১৭ সালে পুলিশের সার্জেন্ট নিয়োগে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগের এআইজি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১২ জুলাই থেকে পর্যায়ক্রমে ২০ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে। পুলিশ হেডকোয়ার্টার্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট সব সনদের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
বিস্তারিত জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) ভিজিট করুন।
চলতি বছরের মার্চ মাসে পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় ২০২৫ জন উত্তীর্ণ হন।