০১. নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন করে নিচের কোনটি?
(ক) সরকার (খ) গণমাধ্যম (গ) শিক্ষা (ঘ) সমাজ
উত্তরঃ (গ) শিক্ষা
০২. স্বৈরাচারের উৎপত্তি ঘটাতে সহায়তা করে নিচের কোনটির অভাব?
(ক) মূল্যবোধ (খ) শিক্ষা (গ) সুশাসন (ঘ) মূল্যবোধ উত্তরঃ (ঘ) মূল্যবোধ
০৩. জন প্রশাসনের একটি নব্য সংস্কৃতির নাম হলো-
(ক) সুশাসন (খ) মূল্যবোধ (গ) স্থায়ী শাসন (ঘ) নীতিশাস্ত্র
উত্তরঃ(ক) সুশাসন
০৪. জাতীয় ঐক্যমত সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে নিচের কোনটি?
(ক)জনগণ (খ) প্রশাসন (গ) সরকার (ঘ) গণমাধ্যম
উত্তরঃ(গ) সরকার
০৫. গণতন্ত্রের প্রাণ নিচের কোনটি?
(ক) সরকার (খ) জনগণ (গ) নির্বাচন (ঘ) সমাজ
উত্তরঃ(গ) নির্বাচন
০৬. জনগণ ও সরকারের মধ্যে যোগযোগ সহজ করতে ভূমিকা রাখছে নিচের কোনটি?
(ক) ই-গভর্ন্যান্স (খ) P. G. System (গ)গভার্ন্যান্স মিডিয়া (ঘ) তথ্য কেন্দ্র
উত্তরঃ (ক) ই-গভর্ন্যান্স
০৭. সুশাসন ধারণার উদ্ভব হয় কত সালে?
(ক) ১৯৮৯ (খ) ১৯৮০ (গ) ১৯৮৩ (ঘ) ১৯৯০
উত্তরঃ(ক) ১৯৮৯
০৮. আমাদের দেশের আইনের শাসনের মৌলিক শর্ত কয়টি?
(ক)২টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ৫টি
উত্তরঃ (গ) ৩টি
০৯. উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) ব্যক্তি পূজা (খ) বিরোধী দল বিদ্বেষ (গ) স্বৈরাচারী (ঘ) কোনটিই নয়
উত্তরঃ(ক) ব্যক্তি পূজা
১০. সুশাসন ধারণাটির নিচের কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত ?
(ক)জাতিসংঘ (খ) বিশ্বব্যাংক (গ) ইউরোপীয় ইউনিয়ন (ঘ) আইএলও
উত্তরঃ (খ) বিশ্বব্যাংক