০১. UNDP এর মতে, একটি দেশের সকল স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার পদ্ধতিই হলো-
উত্তরঃ সুশাসন
০২. “সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদসমূহের খানিকটা কার্যভার ব্যবস্থাপনা যা উন্মুক্ত, স্বচ্ছ জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারপূর্ণ” করা কথা-
উত্তরঃ G. Bilrey
০৩. ১৯৮০ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে Pierre Landell ও Ismail একটি গবেষণা কার্য পরিচালনা করেন। তাদের ফলাফলে দেখা যায় যে, অধিকাংশ দেশের কাঠামোগত সমন্বয় কর্মসুচি খারাপ শাসনের কারণে ব্যর্থ হচ্ছে। তারা কতটি রাষ্ট্রের উপর গবেষণা করেছিল?
উত্তরঃ ১১৩
০৪. বিশ্ব ব্যাংক ‘Sub Saharan Africa –From Crisis to Sustainable Growth’ নামে যে প্রতিবেদন প্রকাশ করে তা কত সালে?
উত্তরঃ ১৯৯১
০৫. Sub Saharan Africa-From Crisis to Sustainable Growth নামক প্রদিবেদনের মূল বিষয় ছিল শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার ও নীতি প্রণয়ন করে উন্নয়নের সমস্যার সমাধান আদৌ সম্ভব নয়। উন্নয়নের জন্য রাষ্ট্র গঠন করতে হবে যেখানে বিদ্যমান থাকবে।
উত্তরঃ Good Governance
০৬. বিশ্বব্যাংক সু-শাসনের জন্য কয়টি সূচক নির্ধারণ করেন?
উত্তরঃ ৬টি
০৭. “The maer in which power is exercised in the management of a country’s economic and social resources for development” বিশ্ব ব্যাংকের এই সংজ্ঞাটি কত সালে প্রকাশ হয়েছিল?
উত্তরঃ ১৯৯২
০৮. দুর্নীতি দমন কমিশন বা দুদক কোন ধরনের সংস্থা?
উত্তরঃ সরকারী
০৯. পৃথিবীর কোন অঞ্চলে সতীদাহ প্রথা প্রচলিত ছিল?
উত্তরঃ ভারতীয় উপমহাদেশের
১০. মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদ- হিসাবের আখ্যায়িত করেছে নিচের কোন জন?
উত্তরঃ M. William