*** যে গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে, তা হলো-
উত্তরঃ নৈতিকতা
*** সু-শাসনের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
উত্তরঃ একচেটিয়া বাজার ব্যবস্থা
*** শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।’ উক্তিটি কার ?
উত্তরঃ নীতিবিদ ম্যূর
*** নিচের কোনটি ঠিক?
উত্তরঃ নৈতিকতাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না
*** রাষ্ট্র কোনটি প্রয়োগ করে না?
উত্তরঃ নৈতিকতা
*** ‘মূল্যবোধ দৃঢ় হয়’ কোনটির মাধ্যমে ?
উত্তরঃ শিক্ষা
*** নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র-
উত্তরঃ সমাজ
*** কোন দেশের আইন শৃঙ্খলার ভিত্তি বলা হয়-
উত্তরঃ মূল্যবোধকে
*** মূল্যবোধ কত প্রকার বা একে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৬