তথ্য কমিশনের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহ: পোগ্রামার, সহকারী পরিচালক, ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, উচ্চমান-সহকারী, পিএ কাম কম্পিউটার অপারেটর, সহকারী হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী বেঞ্চ সহকারী।
আবেদনকারীকে তথ্য কমিশনের নির্ধারিত ফরম অনুযায়ী কম্পিউটারে কম্পোজ করে প্রার্থীর স্বাক্ষরসহ আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন ফরমের নমুনা তথ্য কমিশনের ওয়েবসািইট www.infocom.gov.bd তে পাওয়া যাবে।
আগামী ১৮-০৫-২০১৭ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন, প্রত্নতত্ত্ব ভবন (তৃতীয় তলা), এফ-৪/এ, আগারগাঁও প্রশাসরিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে।