ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ইউনিটের ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

পরীক্ষায় ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ দশমিক ৫৬ শতাংশ, মানবিক বিভাগে ৪৭ দশমিক ৮৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৪৪০ জন। এর মধ্যে পাস করে ১৮ হাজার ৪৬৩ জন।

এই ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা সম্মিলিতভাবে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসা) শতকরা ২৬ দশমিক ২১ শতাংশ, যা অন্য যেকোনো বারের চেয়ে দ্বিগুণ। গত বছর এই ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ১৪ দশমিক ৩৫। আর আগের বছর অর্থাৎ ২০১৬-১৭ সেশনে এই হার ছিল ৯ দশমিক ৮৩।

admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে। যেকোনো মোবাইল অপারেটর থেকে DU GHA ROLL no টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।

ঘ ইউনিটের প্রশ্নফাঁস প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস আর ডিজিটাল জালিয়াতি যে যেভাবে শব্দগুলো ব্যবহার করছে আমরা সেটি গ্রহণ করছি না। তদন্ত কমিটি আছে। আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা বিষয়টি দেখবে।’

তদন্ত কমিটির বিষয়ে উপাচার্য বলেন, ‘আমাদের কাছে বিভিন্নভাবে যে তথ্য এসেছে তা পর্যালোচনা করা হয়েছে। এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা জালিয়াতির সঙ্গে জড়িত তারা কেউ ছাড় পাবে না।’

একই প্রসঙ্গে উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতি যাই হোক না কেন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।’