রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে স্কুল শাখায় ২০১৫ সালে ৩য় শ্রেনীর বাংলা মাধ্যম ও ইরেজী ভার্সনে এবং অষ্টম শ্রেনীতে বাংলা মাধ্যম ও ইরেজী ভার্সনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।১৩ ডিসেম্বর এর মধ্য ভর্তির জন্য আবেদন ফরম সংগ্রহ করে অফিস রুমে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে www .drmc.edu.bd এই ওয়েব সাইটের মাধ্যমে। এর পর বিকাশ কাস্টমার ওয়ালেট থেকে ভর্তি কমিটির বিকাশ মার্চেন্ট ওয়ালেট ০১৮৫৮৫৮৫১১২ নম্বরে ফরমে টাকা Payment করতে হবে।এক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।প্রতিটি ফরমের মূল্য ২০০ টাকা মাত্র ।
এই পদ্ধতি আবেদন করতে কোন প্রকার অসুবিধা হলে কলেজের অফিসে যোগাযোগ করেতে হবে। আবেদন ফরম জমা নেওয়া শেষ হলে ২০ ডিসেম্বর সকাল ১০ টার সময় পরিক্ষা নেওয়া হবে।
collected