ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদভূক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাতে ঢাবির কলা অনুষদের ডিন এবং খ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সদরুল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও এর বাইরে ৭৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে দলটি। হরতালের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ আগামী শুক্রবারই অনুষ্ঠিত হচ্ছে।