১. বর্তমানে বাংলাদেশে কাগজের নোট রয়েছে = ৯টি।
২. এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট = ৬টি।
৩. বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার নোট।
৪. “এক টাকার, দুই টাকার ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে = অর্থ সচিবের।
৫. ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি আছে = দুই টাকার মুদ্রায়।
৬. বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় = অস্ট্রেলিয়ায়।
৭. ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয় = জার্মানিতে ৷
৮. ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় = কানাডায়।
৯. সরকারি নোট = ১, ২ ও ৫ টাকার নোট।
১০. বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় = সুইজারল্যান্ড থেকে।
১১. বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২ টাকার নোট।
১২. বর্তমানে বাংলাদেশ বাংকের শাখা = ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
১৩. ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী = ২১ টাকা খরচ হয়।
১৪.বর্তমানে বাংলাদেশে = ৬৩ টি ব্যাংক রয়েছে।
১৫. বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।
১৬. দেশে বর্তমানে তফসিলি ব্যাংক ৫৬টি।