জীববিজ্ঞান

০১. ক্রোমোজোমের প্রধান উপাদান হলো – আমিষ ও DNA ।
০২. আদিকোষ পাওয়া যায় নীলাভ সবুজ শৈবালে।
০৩. নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
০৪. উদ্ভিদ কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয়- Mitochondria কে।
০৫. কোষের অঙ্গনু, যা আমিষ সংক্ষেষণে সহায়তা করে তাকে বলে- Ribosome ।
০৬. মাইটোকন্ডিয়ার অভ্যন্তররের অনিয়মিত ভাঁজকে বলে- ক্রিস্টি।
০৭. মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে।
০৮. সীভনলের পাশে সঙ্গীকোষ দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে।
০৯. একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে- ছয়ের অধিক।
১০. জাইলেম কলার একমাত্র জীবিত কোষ- জাইলেম প্যারেনকাইমা।