হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আজ বিডিজবস ডটকম আয়োজিত ২ দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।

????????????????????????????????????

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে আজ মেলার উদ্বোধন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার ও বিডিজবস ডটকমের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার এ মেলা শেষ হবে।

মেলার সমন্বয়কারী মোহাম্মদ আলী ফিরোজ বলেন, দেশের খ্যাতনামা ২৭টি প্রতিষ্ঠান তাদের ৮২টি পদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করছে। শেষদিন বুধবার বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন, তারা এ মেলায় চাকরির জন্য বায়োডাটা জমা দিচ্ছেন।