ড্যাফো্ডিল জাপান আইটি (ডিজেআইটি) ৯ অক্টোবর ২০১৫ (শুক্রবার) বিকেল ৪ টায় জাপানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও চাকরির পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনারে যেকোনো বিভাগের এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ঃ “Study-Work-Settle in Japan”।
উক্ত সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউনিটাস ন্যাংগুয়েজ স্কুল, জাপান এর প্রিন্সিপাল “কাজোহিকু ইউয়েডা” এবং ড্যাফোডিল জাপান আইটির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি। সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি, ব্যাঙ্কুয়েট হল, লেভেল-৮, ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা তে অনুষ্ঠিত হবে।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/1607086719553210/। রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://djit.ac/japan_reg/। সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৮৪৭১৪০১১১ ও ০১৮৪৭১৪০১১০ নম্বরে।