জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ০৮টা হতে বিকাল ০৪টা) ভর্তি ফরম স্পষ্ট করে লিখে/টাইপ করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এর দপ্তরে জমা দিতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভর্তি ফরমের সঙ্গে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বর পত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসফোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
ভর্তি ফরমের সঙ্গে প্রার্থীর একটি পূর্ণাঙ্গ CV/জীবন বৃত্তান্ত এবং চাকুরীরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সংযুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলেও সূত্রটি জানিয়েছে।
ভর্তি ফরম, ভর্তির যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে।