জনতা ব্যাংকে অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সক্ষাতকার গ্রহন শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। সাক্ষাতকার নেওয়া হবে মাতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে।
সাক্ষাতকার পত্র সংগ্রহ: জনতা ব্যাংকের চাকরি সংক্রান্ত ওয়েবসাইট (career.janatabank-bd.com) থেকে Register Login করে Status বার হতে ২০ জুলাইয়ের মধ্যে সাক্ষাতকার পত্র ডাউনলোড করতে হবে।