চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। চারটি অনুষদের অধীনে চুয়েটে ভর্তির জন্য ওই দিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
বুধবার বিশ্ববিদ্যালয়রে জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৮ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
ভর্তির আবেদনের জন্য প্রার্থীকে ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ পেয়ে পাস করতে হবে এবং এসব বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৭.০০ পেতে হবে। এ লেভেল এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে পাসকৃত প্রার্থী ব্যতীত অন্যান্যদের আবেদন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে গ্রহণ করা হবে।
ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.cuet.ac.bd) পাওয়া যাবে।