কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পর যদি শিক্ষার্থীরা চাকরি না পায় তাহলে সে দায়িত্ব কি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বর্তায়? সম্প্রতি যুক্তরাজ্যের একটি আইন শিক্ষাপ্রতিষ্ঠান এ ক্ষেত্রে এগিয়ে এসেছে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যাশেবল।
পড়াশোনা করার পরও চাকরি পাওয়া না গেলে শিক্ষার খরচ অর্ধেক ফেরত দেওয়ার চমকপ্রদ ব্যবস্থাটি চালু করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ল। এর আওতায় তারা শিক্ষা শেষ হওয়ার পর নয় মাস চাকরি খোঁজার পরামর্শ দেয়। এর পরেও যদি কোনো শিক্ষার্থী চাকরি না পায় তাহলে তারা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফি বাবদ দেওয়া টাকা ফেরত চাইতে পারবেন।
ইউনিভার্সিটি অব ল একটি প্রোগ্রামের আওতায় এ মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে। এ সপ্তাহেই এক বিজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে তারা।
বিশ্ববিদ্যালয়ের সিইও ডেভিড জনস্টন বলেন, ‘এ টাকা ফেরত দেওয়ার বিষয়টি শুধু চাকরির বিষয় নয়- এটি বিনিয়োগ ফেরত দেওয়ারও বিষয়।’
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘শুধু একটি ডিগ্রিই নয়, এখনকার শিক্ষার্থীরা তাদের বিনিয়োগের পরিষ্কার ফলাফল দেখতে চান।’
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শিক্ষা কাজে লাগিয়ে ৯ মাসের মধ্যে আইন পেশায় কাজ শুরু করতে পারবে শিক্ষার্থীরা, এ বিষয়টিতে তারা অনেকাংশে নিশ্চিত। আর এ কারণেই মানিব্যাক গ্যারান্টি দিতে এগিয়ে গিয়েছেন তারা।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শিক্ষা কাজে লাগিয়ে ৯ মাসের মধ্যে আইন পেশায় কাজ শুরু করতে পারবে শিক্ষার্থীরা