যারা কষ্ট করে চাকরির বয়স ৩৫ করা হোক এর পক্ষে ভোট দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভোট দান কারীদের কষ্ট বৃথা যেতে পারে না। ”বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে যে আন্দোলন চলছে এটা যে যৌক্তিক এটা আজকের প্রথম আলোর অনলাই জরিপেও প্রমাণিত। তাই সরকারকে যৌক্তিক আন্দোলন মেনে নেওয়ার অনুরোদ জানাচ্ছে জানাচ্ছে ভোটে অংশগ্রহণকারীরা । এই আন্দোলন চলছে এবং চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত সকলে।
মোট ভোট দিয়েছেন ১৯৮৪৬ জন (অনলাইন: ১৪৫৪৪ , এসএমএস: ৫৩০২) | হ্যাঁ: ১৮০৮১, না: ১৬৭৭, মন্তব্য নেই:
জরীপ সূত্র: প্রথম আলো