বেকারদের কাছ থেকে চাকরির আবেদন ফি নেয়া মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। তাও যদি নাম মাত্র আবেদন ফি নেওয়া হত তাহলে হয়ত একটু সম্ভব হত।কিন্তু বর্তমানে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান আবেদন ফি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আবেদন ফি নির্ধারন করছে যা একজন বেকারের পক্ষে বহন করা খুবেই কষ্টকর।
আচ্ছা যদি একজন বেকার প্রতি মাসে সে ১০টি আবেদন ছাড়ে তাহলে তাকে ৩০০০ টাকা ব্যয় করতে হবে শুধু মাত্র চাকরির পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সেখানে তার চাকরি অনিশ্চিত। আর এই তিন হাজার টাকা প্রতিমাসে যোগাড় করা একজন বেকারের পক্ষে যে কতটুকু কষ্টকর সেটা হয়ত সরকারের জানা নেই। সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি তুলে ধরলাম।
সর্বোপুরি দেশের মেধাবী বেকারদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে চাকরির আবেদন ফি কিছুটা কমানো জরুরি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবেন।