খুলনা বিভাগের প্রয়োজনীয় তথ্য

 

০১. খুলনা বিভাগ ঘোণা করা হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে।
০২. খুলনা বাংলাদেশের কততম বিভাগ?
উত্তরঃ ৪র্থ।
০৩. খুলনা বিভাগের আয়তন কত?
উত্তরঃ ২২,২৮৫ কি. মি.।
০৪. খুলনা বিভাগের লোকসংখ্যা কত?
উত্তরঃ ১,৬৩,০৯,৩০৪ জন। পুরুষ: ৮১,৫৩,৪৫৪ জন। মহিলা: ৮১,৫৫,৮৫০ জন।
০৫. খুলনা বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ০.৬৪%
০৬. খুলনা বিভাগের সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৫৩.২%
০৭. খুলনা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ খুলনা।
০৮. খুলনা বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ মেহেরপুর।
০৯. খুলনা বিভাগে জাতীয় সংসদ আসন সংখ্যা কত?
উত্তরঃ ৩৬ টি।
১০. খুলনা বিভাগের দারিদ্রের হার কত?
উত্তরঃ ৩৩.৪৫%

 

250px-Khulna_in_Bangladesh.svg