কম্পিউটার (2014-12-11)

০১. ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহৃত হয়?
উঃ এম আই সি আর(MICR)
০২. SIM এর পূর্ণরূপ হচ্ছে
উঃ Subscriber Identity Module
০৩. ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কোন সালে?
উঃ ১৯৬৯
০৪. কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে?
উঃ বিল গেটস(Bill Gates)
০৫. উইন্ডোজ (Windows) হচ্ছে একটি একটি ——–।
উঃ অপারেটিং সিস্টেম (Operating System)
০৬. LAN বলতে কি বুঝায়?
উঃ Local Area Network
০৭. Trajan Horse হচ্ছে ———।
উঃ একটি ভাইরাস
০৮. Microsoft Excel একটি ———।
উঃ ডাটাবেইজ প্রোগ্রাম
০৯. মোডেম একটি ——-।
উঃ কনভারশন টুল
১০. ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
উঃ Internet Service Provider