০১. নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটার বানানোর জন্য আবশ্যক ?
(ক) CD-ROM
(খ) Floppy Disk
(গ) Printer
(ঘ) RAM
উত্তরঃ RAM
০২. নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?
(ক) গ্রাফিক্স কার্ড
(খ) হার্ড ডিস্ক
(গ) রম
(ঘ) প্রসেসর
উত্তরঃ প্রসেসর
০৩. RAM is a –
(ক) Secondary Memory
(খ) Primary Memory
(গ) Processing unit
(ঘ) None of these above
উত্তরঃ Primary Memory
০৪. উপাত্ত গ্রহণ ও নির্গমন ব্যাসের নাম-
(ক) ইনপুট
(খ) আউট পুট
(গ) পাওয়ার সাপ্লাই
(ঘ) ডাটাবেস
উত্তরঃ ডাটাবেস
০৫. নিচের কোনটি একক ব্যাবহারকারী/সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম?
(ক) DOS
(খ) Windows XP
(গ) Windows 7
(ঘ) Linun
উত্তরঃ DOS